মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি পরিচিতি ও বাংলা বর্ষবরণ

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান এর বাংলা বর্ষবরণ ও নবগঠিত কমিটির পরিচিতি

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান এর বাংলা বর্ষবরণ ও নবগঠিত কমিটির পরিচিতিছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘দেশী’ হলে গত রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪৩১ উদ্‌যাপন ও নবগঠিত কমিটির (২০২৪-২৫) পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সংগঠনের সার্বিক অবস্থার বিবরণ ও ২৭ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিকে (২০২৪-২৫) পরিচয় করিয়ে দেন। আহ্বায়ক প্রদ্যুন্ন চন্দের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, জাবেদ চৌধুরী, লুত্ফুল বারী নিয়ন, মিল্টন বড়ুয়া, আমিনুর রশিদ চৌধুরী, শাহ আবদুল খালিশ মিনার ও মাহমুদ রহমান প্রমূখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সালমিন চৌধুরী, সংগীতা বড়ুয়া, সৈয়দ শাফি আহমেদসহ আরও অনেকে। নৃত্যে ছিলেন নিশাত রহমান, তানিশা চৌধুরী প্রমুখ। শ্রুতনাটক পরিবেশন করেন মিলটন বড়ুয়া, সংগীতা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আফতাব ও নুসরাত আরা ডলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র প্রটেম আবু মুসা, ফারুক আহমেদ চান, আবদুস শুকুর মাখন, সেলিম আহমেদ, নুরুল হক, মাহবুব রাব্বি খান, মামুন উদ্দীন শমছু, লৎফুর রহমান শেলু, তাহির উদ্দীন (লুৎফুর), মামুনুল হুদা খান, সুমন কবির, দেলোওয়ার আনসার, শাহীন খালেদ, আবদুল বাছিত, রব্বানি তালুকদার, আহাদ আহমেদ, সৈয়দ মতিউর রহমান শিমুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতারা।

থেকে আরও পড়ুন

হ্যালো! আমি কবির

সহ সমাজের ন্যাটোক পেনাটিবাস ম্যাগনিস ডিস পার্টুরিয়েন্ট মন্টেস এবং এটি একটি হাস্যকর মুস।

এখন থেকে বিশ বছর পরে আপনি যা করেছেন তার চেয়ে আপনি যা করেননি তার থেকে বেশি হতাশ হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *